ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাশিয়ার আচরণে বিস্মিত পররাষ্ট্রমন্ত্রী!

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ২২ জানুয়ারি ২০২৩

রাশিয়ার আচরণে বিস্মিত পররাষ্ট্রমন্ত্রী!

ছবি সংগৃহীত

নিষেধাজ্ঞার জাহাজে পণ্য পাঠানোয় বাংলাদেশ বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘রাশিয়ার কাছে বাংলাদেশ এমনটা আশা করেনি। তারা কেন নিষেধাজ্ঞায় থাকা জাহাজ বাংলাদেশে পাঠাবে? রাশিয়ার এমন আচরণ আমার কাছে তাজ্জব লেগেছে।’ 

রবিবার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাশিয়ার তো হাজারও জাহাজ। এর মধ্যে যে ৬৯টা জাহাজ নিষেধাজ্ঞায় আছে সেগুলো বাদ দিয়ে যে কোনো জাহাজে তারা পণ্য পাঠাতে পারে। 

 

জাহাজ ফেরত দেওয়ায় রূপপুরে পণ্য পাঠানোর ক্ষেত্রে জটিলতা হতে পারে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্ব হলো এখানে পণ্য পৌঁছে দেওয়া। সেটা হবে। এটা বাস্তবায়নের দায়িত্বে যারা আছেন, তারা বিষয়টা দেখবেন। তবে এ ঘটনায় পণ্য পরিবহণে কিছুটা বিলম্ব হতে পারে। 

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর উরসা মেজর নামে রাশিয়ার একটি পতাকাবাহী জাহাজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিলো; কিন্তু জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আছে- এমন তথ্য বাংলাদেশকে জানানো হলে দ্রুততম সময়ে পদক্ষেপ নেয় ঢাকা। জাহাজটিকে বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। পরে জাহাজ থেকে পণ্য খালাসের অনুমতি দিতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে রাশিয়া; কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত তার অবস্থানে অনড় থাকে। পরে ভারতের একটি বন্দরে ভেড়ে জাহাজটি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

খরতাপে পুড়ছে দেশ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি। তিনদিনের হিট এ্যালার্ট জারি। তাপ প্রবাহের মধ্যে ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবক ঐক্য ফোরামের।
রাজধানীতে বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙ্গে ঢুকে গেছে বেপোরোয়া বাস। প্রকৌশলী নিহত।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি, ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত।
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের ড্রোন হামলা। আকাশেই ধ্বংস। ৬ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক।
কেএল রাহুলের অধিনায়কোচিত ইনিংসে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে লক্ষনৌ সুপার জায়ান্ট।