ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কক্সবাজারে অটোরিকশা উল্টো নারী নিহত

প্রকাশিত: ১২:২৫, ২৩ জানুয়ারি ২০২৩

কক্সবাজারে অটোরিকশা উল্টো নারী নিহত

ফাইল ছবি

 

কক্সবাজারের চকরিয়া-মহেশখালী উপজেলার সীমান্তের বালুর ডেইল এলাকায় অটোরিকশা উল্টে রাজিয়া সুলতানা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।

রবিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই নারীর দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।

নিহত রাজিয়া সুলতানা বান্দরবানের নিউ গুলশান এলাকার নাসির উদ্দিনের স্ত্রী ও দৈনিক সাঙ্গু পত্রিকার বান্দরবান অফিস প্রধান এইচএম সম্রাটের ভাবি। দুর্ঘটনায় আহত শিশুদের নাম মোহাম্মদ সাইফ আল আসাদ  ও মারোয়া জাহান আরিহা।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, দুই সন্তানকে নিয়ে মহেশখালীর আত্মীয়ের বাড়ির সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বান্দরবান থেকে যাওয়ার পথে চকরিয়া-মহেশখালী সীমান্তের বদরখালী ব্রিজের পশ্চিম পাশের বালুর ডেইল এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন রাজিয়া সুলতানা ও তার দুই শিশু সন্তান। তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজিয়া সুলতানাকে মৃত ঘোষণা করে।

নিহত নারীর মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার স্বজনেরা আসলে মরদেহ তাদের হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

খরতাপে পুড়ছে দেশ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি। তিনদিনের হিট এ্যালার্ট জারি। তাপ প্রবাহের মধ্যে ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবক ঐক্য ফোরামের।
রাজধানীতে বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙ্গে ঢুকে গেছে বেপোরোয়া বাস। প্রকৌশলী নিহত।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি, ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত।
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের ড্রোন হামলা। আকাশেই ধ্বংস। ৬ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক।
কেএল রাহুলের অধিনায়কোচিত ইনিংসে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে লক্ষনৌ সুপার জায়ান্ট।