ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

একসঙ্গে ১৮ জনকে আক্রান্ত করে করোনার নতুন ধরন ওমিক্রন বিএফ৭, জানুন এর লক্ষণ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ৩০ ডিসেম্বর ২০২২

একসঙ্গে ১৮ জনকে আক্রান্ত করে করোনার নতুন ধরন ওমিক্রন বিএফ৭, জানুন এর লক্ষণ

ছবি সংগৃহীত

ওমিক্রনের নতুন উপধরন বিএফ৭ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বে। চিনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে এই উপধরন। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও করোনার এই উপধরন ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একজন আক্রান্ত থেকে প্রায় ১৮ জনের শরীরে ছড়িয়ে যেতে পারে এই ভাইরাস। অত্যন্ত সংক্রামক এই ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

ওমিক্রনের উপধরন বিএফ৭ হল বিএ.৫ এর মিউটেট করা রূপ। বিএফ৭ এসেছে কিছুটা পাল্টে। ওমিক্রনের বিএফ৭ এতোটাই সংক্রামক যে এর ভ্যালু ১০-১৮.৬।

অর্থাৎ একজন আক্রান্ত হলে ১৮-১৯ জনের মধ্যে রোগ ছড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়মবিধি মানলেই একমাত্র এই রোগের সঙ্গে সহজে লড়াই করা সম্ভব।

তবে শীতকাল হওয়ায় বেশিরভাগ মানুষই এখন ঠান্ডা লাগার সমস্যায় ভুগছেন। এদিকে ওমিক্রনের নতুন এই উপধরনের লক্ষণও মিলে যায় সাধারণ ফ্লুর সঙ্গে। এ কারণে অনেকেই করোনা সংক্রমণকে সাধারণ ঠান্ডা লাগা ভেবে ভুল করছেন।

কোন কোন লক্ষণে সতর্ক হবেন?

১. নাক দিয়ে পানি পড়া
২. নাক বন্ধভাব
৩. গলা ব্যথা
৪. শুকনো কাশি
৫. কাশির সঙ্গে কফ বের হওয়া

চিনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জু ওয়েনবো জানাচ্ছেন, সেই দেশে ওমিক্রনের ১৩০টি সাব ভ্যারিয়েন্ট ঘুরে বেরাচ্ছে।

আর এই তথ্য সংগৃহীত হয়েছে শেষ তিন মাসে। এদের মধ্যে প্রায় ৫০টি সাব ভ্যারিয়েন্ট গোষ্ঠী সংক্রমণের কারণ। এই তথ্য চিনা ডেইলির।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা।
খরতাপ, অসহ্য গরম থেকে বাঁচতে জেলায় জেলায় ইসতিসকার নামাজ। বৃষ্টির জন্য কাঁদছেন, লাখো মানুষ।
আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম। গরম আরও বাড়বে- বার্তা আবহাওয়া অধিদপ্তরের।
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগের ফলে মামলার জট কমবে- অ্যাটর্নি জেনারেল।
অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের আড়াই’শ কোটি কর্মজীবি মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে উড়ে আসা সাহারা মরুভূমির ধুলিঝড়ে ঢেকে কমলা রংয়ে রূপ নিয়েছে গ্রিসের আকাশ। চব্বিশ ঘন্টায় ২৫টি দাবানল।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।