ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ১৯ জানুয়ারি ২০২৩

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

ছবি সংগৃহীত

২০২৩ অর্থবছরে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট। বুধবার কোম্পানিটি ঘোষণা দিয়েছে, ২০২৩ সালের তৃতীয় অর্ধ্বের মধ্যে এই ছাঁটাই কার্যকর হবে। অর্থনীতিতে যখন মন্দা একে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ছাঁটাই ত্বরান্বিত হওয়ার সর্বসাম্প্রতিক লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, হার্ডওয়্যার-পোর্টফোলিও এবং অন্যান্য পরিবর্তনের সাথে সম্পর্কিত ছাঁটাই এবং ব্যয়ের ফলে ২০২৩ অর্থবছরের দ্বিতীয় অর্ধ্বের মধ্যে ১২০ কোটি ডলারের খরচ হবে। যার কারণে প্রতি শেয়ারে মুনাফা ১২ সেন্ট কমে যেতে পারে।

কর্মীদের দেওয়া এক চিঠিতে, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, গ্রাহকরা তাদের "কম খরচে তাদের ডিজিটাল ব্যয় সর্বোচ্চ করতে চান”।তিনি আরও বলেন,"সতর্কতা অবলম্বন করুন কারণ বিশ্বের কিছু অংশ মন্দার মধ্যে রয়েছে এবং অন্যান্য অংশেও তা দেখা দিতে পারে”।

মাইক্রোসফট গত বছরের জুলাইয়ে জানায়, অল্প সংখ্যক পদ বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে সংবাদ সাইট অ্যাক্সিওস অক্টোবরে জানিয়েছে, সংস্থাটি বেশ কয়েকটি বিভাগে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছে।

সত্য নাদেলার নেতৃত্বাধীন সংস্থাটি মহামারীর শুরুর পর থেকে, ব্যক্তিগত কম্পিউটার বাজারে তাদের উইন্ডোজ এবং এর সাথে যুক্ত সফ্টওয়্যারগুলির খুব কম চাহিদা থাকায় মন্দা মোকাবিলা করছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
খোলাবাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা ও সুপার পামওয়েল ১৩৫ টাকা নির্ধারণ। বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬৭ টাকা। পাঁচ লিটারের দাম বাড়িয়ে ৮১৮ টাকা করা হয়েছে।
তীব্র গরমে অতিষ্ট জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০.৮ ডিগ্রী সেলসিয়াস।
বান্দরবানে যৌথ অভিযানে আটক কেএনএফ’র ৫৭ জনকে আদালতে উপস্থাপন। ৫২ জন দুই দিনের রিমান্ডে।
ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে মিত্রদের সাথে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে আর্সেনালকে পরাজিত করে শেষ চারে বায়ার্ন মিউনিখ।