ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ১৪ জানুয়ারি ২০২৩

ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

ছবি সংগৃহীত

 

টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে আক্কাস আলী (৫০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমায় আগত চার মুসল্লির মৃত্যু হয়েছে। 

আক্কাস আলী রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪২১ নম্বর হালকার নির্ধারিত খিত্তায় অবস্থান করে ইজতেমায় অংশ নেন। বাদ এশা ইজতেমা ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। 

বিষয়টি নিশ্চিত করেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের। 

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ঈমাম গাজ্জালী  বলেন, মৃত অবস্থায় ওই মুসল্লিকে হাসপাতালে আনা হয়। পরে সন্ধ্যার পর লাশ আবার ময়দানে নিয়ে যান তাঁর সঙ্গে থাকা মুসল্লিরা। 

এর আগে আজ শুক্রবার ভোরে হাবিবুল্লাহ হবি (৬৭) নামে এক মুসল্লি মারা যান। গতকাল বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটেপাড়া গ্রামের নুরুল হক (৬৩) ও ইজতেমা মার্কাজের শুরার সদস্য গাজীপুর মহানগরীর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেব (৯০) মারা যান। 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা।
খরতাপ, অসহ্য গরম থেকে বাঁচতে জেলায় জেলায় ইসতিসকার নামাজ। বৃষ্টির জন্য কাঁদছেন, লাখো মানুষ।
আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম। গরম আরও বাড়বে- বার্তা আবহাওয়া অধিদপ্তরের।
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগের ফলে মামলার জট কমবে- অ্যাটর্নি জেনারেল।
অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের আড়াই’শ কোটি কর্মজীবি মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে উড়ে আসা সাহারা মরুভূমির ধুলিঝড়ে ঢেকে কমলা রংয়ে রূপ নিয়েছে গ্রিসের আকাশ। চব্বিশ ঘন্টায় ২৫টি দাবানল।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।