ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ টাকা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ১১ জানুয়ারি ২০২৩

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ টাকা

ছবি সংগৃহীত

বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন হয়েছে নতুন বছরের মধ্যে সর্বোচ্চ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ জানুয়ারি) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ অপরিবর্তিত থেকে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ‘ডিএসই–৩০’ সূচক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দর বেড়েছে, ৯৬টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা।
খরতাপ, অসহ্য গরম থেকে বাঁচতে জেলায় জেলায় ইসতিসকার নামাজ। বৃষ্টির জন্য কাঁদছেন, লাখো মানুষ।
আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম। গরম আরও বাড়বে- বার্তা আবহাওয়া অধিদপ্তরের।
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগের ফলে মামলার জট কমবে- অ্যাটর্নি জেনারেল।
অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের আড়াই’শ কোটি কর্মজীবি মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে উড়ে আসা সাহারা মরুভূমির ধুলিঝড়ে ঢেকে কমলা রংয়ে রূপ নিয়েছে গ্রিসের আকাশ। চব্বিশ ঘন্টায় ২৫টি দাবানল।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।