ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ডিএসইতে লেনদেন ৭৩৪ কোটি ৬০ লাখ টাকা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ২৫ জানুয়ারি ২০২৩

ডিএসইতে লেনদেন ৭৩৪ কোটি ৬০ লাখ টাকা

ফাইল ছবি

বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন  সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, দর কমেছে ১২৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৯ টির।

ডিএসইতে ৭৩৪ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৬ কোটি ৯৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ৬৮ লাখ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৬ পয়েন্টে।

সিএসইতে ১৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৬৮টির এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন