ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

প্রকাশিত: ০০:০৬, ১ ডিসেম্বর ২০২২

দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

অঘোষিত নক আউট ম্যাচে আজ দোহার ৯৭৪ স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত একটায় হবে এই ম্যাচ।

‘সি’ গ্রুপ থেকে ২য় রাউন্ডে যাওয়ার সমীকরণে টিকে আছে চার দলই। তবে সরাসরি জয় পেলে ২য় রাউন্ড নিশ্চিত হবে আর্জেন্টিনার।

পোল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তারা যখন লড়বে, তখন গ্রুপের আরেক প্রস্থ হিসেব চলবে লুসাইল স্টেডিয়ামে। যেখানে মেক্সিকো আর সৌদি আরব চাইবে ২য় রাউন্ডের ঠিকানা খুঁজে পেতে। হারভে রেইনারডের কৌশলকে ভয় পাওয়ার কথা নয় জেরার্ডো মার্টিনোর। মেক্সিকোর জয়ভিন্ন কোনো সমীকরণও নেই। তবে সৌদি আরবের রয়েছে। ড্র করলেও আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের নিরিখে ২য় বারের মতো ২য় রাউন্ডের দেখা পেয়ে যেতে পারে আরব ফ্যালকনরা।

মেসি-মারিয়াদের ড্র এর সমীকরণেও বিপদের আশঙ্কা আছে। সেক্ষেত্রে পোল্যান্ড তো যাবেই, সৌদি আরবের জয়- আর্জেন্টিনাকে ছিটকে ফেলতে পারে টুর্নামেন্ট থেকে। আর তাই জয় ছাড়া আর কোনো পরিকল্পনা নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে।

আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলে বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ হতে পারে এটি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে- ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে এ বছরের ৭ জানুয়ারির ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে- প্রধান নির্বাচন কমিশনার।
আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত।
আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে বৃষ্টির সম্ভাবণা থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ার সুযোগ কম। বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ।
মিয়ানমারের সেনা বাহিনীর সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি।
গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।