ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ডেনিশদের কাঁদিয়ে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ১ ডিসেম্বর ২০২২

ডেনিশদের কাঁদিয়ে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া

বিশ্বকাপের মঞ্চে ‘ডি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে ফ্রান্সের সঙ্গী হতে হলে ডেনমার্ক-অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্যই যেকোন দলকে জিততে হতো। ডেনমার্ক জিতলেও অবশ্য ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হতো ক্রিশ্চিয়ান এরিকসনদের। তবে জয় তো দূরের কথা ড্রও করতে পারেনি দলটি।

কাতারের আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোল ব্যবধানের হার দেখে বিশ্বকাপ থেকে বিদায় নিলো দলটি। এদিকে এই জয়ে কোনো প্রকার সমস্যা ছাড়াই এই গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গী হয়েছে অজিরা। এদিকে ডেনমার্ক এই ম্যাচ ড্র করলে অবশ্য বিপদ বাড়তে পারতো অস্ট্রেলিয়ার।

ফ্রান্সকে হারানো তিউনিশিয়ার সঙ্গে হিসাব-নিকাশে বসতে হতো তাদের। তবে অস্ট্রেলিয়ার ম্যাথু লেইকি তার কোনো সুযোগই দিলেন না। খেলার ৬০তম মিনিটে দুর্দান্ত এক গোলে ডেনমার্কের বিপক্ষে জয়সূচক গোল আদায় করে নেন লেইকি।

ডেনিশদের বিপক্ষে এই জয়ে ফ্রান্সের সমান ৬ পয়েন্ট অর্জন করে অস্ট্রেলিয়া। ফলে ফরাসিদের সঙ্গে পরবর্তী রাউন্ডে উঠে যায় দলটি। অন্যদিকে এই হারে কেবল ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার তলানিতে থেকে বিদায় নিলো ডেনমার্ক।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন