ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

৪৬ বছর পর পাকিস্তানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ১৪ জানুয়ারি ২০২৩

৪৬ বছর পর পাকিস্তানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ছবি সংগৃহীত

ফাখার জামানের দুর্দান্ত সেঞ্চুরি ও মোহাম্মদ রিজওয়ানের পঞ্চাশোর্ধ ইনিংসের উপর ভর করে ২৮০ রানের সংগ্রহ পেয়েছিল পাকিস্তান।  তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেট জুটিতে আধিপাত্য দেখালেও নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ড।

তবে শেষ পর্যন্ত গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ৬৩ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানকে দুই উইকেটের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলো কিউইরা। ৪৬ বছর পর এই প্রথম পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো নিউজিল্যান্ড।

শুক্রবার (১৩ জানুয়ারি) সিরিজ নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার শান মাসুদ।

দলীয় ২১ রানে অধিনায়ক বাবর আজমও ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রাথমিক চাপ সামলে বড় জুটি গড়েন আরেক ওপেনার ফাখার জামান।

দলীয় ১৭৫ রানে রিজওয়ান আউট হলে ভাঙে তাদের ১৫৪ন রানের জুটি। রিজওয়ানের ব্যাট থেকে আসে ৭৭ রানের জুটি। সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ টেকেননি ফাখারও। শতক পুর্ণ করেই দলীয় ১৯১ রানে রানআউট হয়ে ফিরে যান তিনি।

 

শেষদিকে হারিস সোহেলের ২২ ও আঘা সালমানের ৪৫ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেলেও ৪৩ রানে ফিরে যান কিউই ওপেনার ফিন অ্যালেন। এরপর ৬০ রানের ব্যবধানে ব্যক্তিগত ৫২ রান করে আরেক ওপেনার ডেভন কনওয়েও ফিরে যান।

এরপর ড্যারি মিচেলকে নিয়ে স্কোরবোর্ডে আরও ৫২ রান যোগ করেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ১৬০ রানে ফিরে যান ড্যারি মিচেল, তার ব্যাট থেকে আসে ৩১ রান।

ড্যারি ফেরার পর মাত্র ৯ রানের ব্যবধানে ফিরে যান উইলিয়ামসনও। এরপর থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি মিচেল ব্রেসওয়েল ও টম ল্যাথাম। এক পর্যায়ে তো হার চোখ রাঙাচ্ছিল নিউজিল্যান্ডকে।

তবে এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছানোর দায়িত্ব যেন নিজে কাঁধে তুলে নেন গ্লেন ফিলিপস। ৪২ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন