ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আফগানরা আইসিসিতে অভিযোগ দেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ১৭ জানুয়ারি ২০২৩

আফগানরা আইসিসিতে অভিযোগ দেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

সংযুক্ত আরব আমিরাতে আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়ার। তবে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে মেয়েদের প্রতি তালেবান সরকার বিধিনিষেধ আরোপ করায় আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল ঘোষণা করেছে অজিরা।

মেয়েদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের ফলে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে মার্চে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজটি বাতিল করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, মার্চ মাসে আফগানিস্তান সফরে এসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে হঠাৎ করেই সফর বাতিল করে তারা; যা খুবই দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ করব।

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করার কারণে আফগানিস্তানের দুই তারকা পেসার নবীন-উল-হক এবং অধিনায়ক রশিদ খান ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে না খেলার সিদ্ধান্ত নেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন