ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

অ্যানড্রয়েডের জন্য ১১টি ক্ষতিকর অ্যাপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২১ এপ্রিল ২০২২

অ্যানড্রয়েডের জন্য ১১টি ক্ষতিকর অ্যাপস

অ্যান্টি-ভাইরাস অ্যাপের ছদ্মবেশে প্রতিনিয়তই ক্ষতি করেছে আপনার মোবাইল। আপনার প্রিয় মোবাইলকে সুরক্ষিত রাখতে এড়িয়ে চলুন ভাইরাসযুক্ত ১১টি অ্যাপ। ভাইরাসযুক্ত ১১টি অ্যাপ শনাক্তের পর তালিকাটি প্রকাশ করেছে অ্যাপসেনসাস নামের একটি কোম্পানির নিরাপত্তা বিশ্লেষক দল।

অ্যাপগুলো শনাক্তের পর মোবাইল গ্রাহকরা তাদের প্রিয় মোবাইলকে নানা ক্ষতির হাত থেকে রক্ষা করার সুযোগ পেয়েছেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ৬০ মিলিয়ন ব্যবহারকারী ভাইরাসযুক্ত অ্যাপগুলো তাদের ডিভাইসে ইনস্টল করেছে।

অ্যাপগুলো হচ্ছে- স্পিড ক্যামেরা রাডার, আল-মোয়াজিন লিট (প্রেয়ার টাইমস), ওয়াইফাই মাউস (রিমোট কন্ট্রোল পিসি), কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার (অ্যাপসোর্স হাবের তৈরি), কিউবলা কম্পাস-রামাদান ২০২২, সিম্পল ওয়েদার অ্যান্ড কক উইজেট (ডাইফারের তৈরি), হ্যান্ডসেন্ট নেক্সট এসএমএস-টেক্সট উইথ এমএমএস, স্মার্ট কিট ৩৬০, আল কোরআন এমপিথ্রি-৫০ রেসিটারস অ্যান্ড ট্রান্সলেশন অডিও, ফুল কোরআন এমপিথ্রি-৫০+ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন অডিও, অডিওসড্রয়েড অডিও স্টুডিও ডিএডব্লিউ।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
খোলাবাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা ও সুপার পামওয়েল ১৩৫ টাকা নির্ধারণ। বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬৭ টাকা। পাঁচ লিটারের দাম বাড়িয়ে ৮১৮ টাকা করা হয়েছে।
তীব্র গরমে অতিষ্ট জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০.৮ ডিগ্রী সেলসিয়াস।
বান্দরবানে যৌথ অভিযানে আটক কেএনএফ’র ৫৭ জনকে আদালতে উপস্থাপন। ৫২ জন দুই দিনের রিমান্ডে।
ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে মিত্রদের সাথে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে আর্সেনালকে পরাজিত করে শেষ চারে বায়ার্ন মিউনিখ।