ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫০, ১১ এপ্রিল ২০২৩

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন

বেসরকারি খাতের অন্যতম বৃহত্তর ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৫ এপ্রিল তাঁকে এমডি হিসাবে নিয়োগ দেয়।

এর আগে তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাদেক হোসাইন ২০০৩ সালে এ্যাসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অত্র ব্যাংকের প্রিন্সিপাল শাখার শাখা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।

এর আগে ১৯৯১ সালে তিনি প্রবেশনারি অফিসার হিসাবে ইসলামিক ব্যাংকিংয়ে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি প্রাইম ব্যাংকেও বিভিন্ন পদে এবং বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন।

ছাদেক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে ব্যাচেলর অব সোশ্যাল সাযেন্স-বিএসএস (অনার্স) এবং মাষ্টার্স অফ সোশ্যাল সায়েন্স (এমএসএস) সম্পন্ন করেন। এছাড়াও তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন এবং ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রি-(ডিএআইবিবি) অর্জন করেন।


৩২ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন ছাদেক হোসাইন ব্রাঞ্চ ব্যাংকিং এবং হেড অফিস উভয় ক্ষেত্রেই সফলভাবে দায়িত্ব পালন করেছেন। যেমন- ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন (সিআরএমডি), ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (সিএডি), রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন (আরএমডি), অ্যান্টি-মানি লন্ডারিং ডিভিশন (এএমএল অ্যান্ড সিএফটি), রিটেইল ব্যাংকিং ডিভিশন, ইসলামী ব্যাংকিং ডিভিশন, ব্রাঞ্চেস অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশন ইত্যাদি।

তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বের বহু দেশ ভ্রমন করার পাশাপাশি, দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন।

ছাদেক হোসাইন কুমিল­া জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা আলী হোসাইন কুমিল­ার ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল হিসাবে দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও কর্মদক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন