দিন দিনই বাংলাদেশে বাড়ছে মোটরসাইকেলের চাহিদা ও ব্যবহার। যানজট এবং গণপরিবহনের ভোগান্তি এড়াতে মানুষ ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠছে এই দ্বিচক্র যানটির উপর। ঈদের সময় সড়কের যানজট আর ট্রেনের টিকিটের ভোগান্তি এড়াতে মোটরসাইকেলে যাত্রা করেন অনেকে। এবার অন্তত ২৫ লাখ মোটরসাইকেল যাত্রী পরিবহন করে। এতে ভোগান্তি কমলেও বেড়েছে প্রাণহাণী।