
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইভিন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
শনিবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির বোর্ডরুমে বিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল হক এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
আনোয়ার-উল আলম চৌধুরী বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিজিএমইএরও সাবেক সভাপতি ছিলেন।
বিসিআই’য়ের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং সহ-সভাপতি হয়েছেন ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ।