ঢাকা,  সোমবার  ১২ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

গবেষণা কার্যক্রম জোরদারে এফবিসিসিআই ও ফ্যাকশনের মধ্যে চুক্তি

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ জুন ২০২৩

গবেষণা কার্যক্রম জোরদারে এফবিসিসিআই ও ফ্যাকশনের মধ্যে চুক্তি

উন্নয়নশীল দেশে উত্তরণের (এলডিসি গ্রাজুয়েশন) পরবর্তী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাসহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এলক্ষ্যে নতুনত্ব ও গবেষণায় আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাকশন ও বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রোববার (১৮ জুন) রাতে রাজধানীর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান শাখায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বারিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন ও ফ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স গারজা স্মারকে সাক্ষর করেন।

এসময় এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবিব উল­াহ ডন, মহাসচিব (ভারপ্রাপ্ত) রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, “বাংলাদেশ স্মার্ট ও ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের  উন্নত বাংলাদেশ গঠনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া বেসরকারি খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে পলিসি লেভেলে কাজ করতে ব্যবসায়ীদেরকেও সক্ষমতা বাড়াতে হবে। ফ্যাকশন যেহেতু বিশ্বের অনেক দেশের সঙ্গে গবেষণাভিক্তিক কাজ করে, তাদের সঙ্গে এফবিসিসিআই যৌথভাবে কাজ করতে পারলে বাংলাদেশের ব্যবসায়ী স¤প্রদায় উপকৃত হবে।

তিনি আরও বলেন, পণ্য বৈচিত্র্যকরণের জন্য খাতভিত্তিক নীতিমালা তৈরির সময় এসেছে এখন। খাত ও কাস্টারগুলোকে আলাদা করার জন্য দরকার দক্ষতাসম্পন্ন লোকবল। এক্ষেত্রে নতুনত্ব আবিষ্কার ও গবেষণায় জোর দেওয়া অত্যন্ত জরুরি।

আমেরিকা ও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতার মাধ্যমে কাজ করতে পারলে দুই দেশই লাভবান হবে বলে জানান ফ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স গারজা। শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে গবেষণা প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা ছড়িয়ে দিতে ফ্যাকশন কাজ করবে বলে জানান তিনি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন