ঢাকা,  বুধবার  ২০ আগস্ট ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ৩ জানুয়ারি ২০২৪

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির এক শিক্ষককে অ্যাকাডেমিক সব কার্যক্রম থেকে বরখাস্ত করেছে ।

তদন্ত কমিটি জানিয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

সিন্ডিকেট সভা শেষে একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, যৌন হয়রানি প্রতিরোধ সেলকে অধিকতর তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন