ঢাকা,  শনিবার  ১০ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের খবর ‘নিশ্চিত’ করল ফ্রান্স

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০১:২৩, ৮ মে ২০২৫

ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের খবর ‘নিশ্চিত’ করল ফ্রান্স

ছবি সংগৃহীত

ভারতীয় একটি রাফাল যুদ্ধবিমানকে পাকিস্তান ভূপাতিত করেছে—এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

প্রথমবারের মত কোনো যুদ্ধক্ষেত্রে ফরাসি প্রযুক্তির এই রাফাল যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি খবর সামনে এলো।

পাকিস্তান এর আগেই দাবি করেছিল, তারা ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। এই বিষয়ে এখনও ভারতের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। 

ফরাসি ওই কর্মকর্তা সিএনএনকে আরও জানান, পাকিস্তান একাধিক রাফাল ভূপাতিত করেছে কি না, তা নিয়ে এখন তদন্ত চলছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিমানটি ভেঙে পড়েছে, তার কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ হয়েছে, যেখানে ফরাসি একটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি রাফাল বিমানের অংশ কি না—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

রাফাল নির্মাতা কোম্পানি ‘দাসো অ্যাভিয়েশন’ এখনো সিএনএন-এর প্রশ্নের কোনো জবাব দেয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন