ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

হজ প্যাকেজের দাম কমাবে না সরকার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ১৬ মার্চ ২০২৩

হজ প্যাকেজের দাম কমাবে না সরকার

ছবি সংগৃহীত

হজ প্যাকেজের দাম কমাবে না সরকার। নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। এ পর্যন্ত কোটা বাকি ২৩ হাজার ৫৮৯ জনের, জানিয়েছেন ধর্মমন্ত্রণালয়ের উপসচিব।

এর আগে, গত ৭ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধনের বর্ধিত সময় ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছিলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, এরপর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৩ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। তবে সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় ২৩ হাজার ৫৮৯ জন যাত্রী কম যাবে।

এ বছর সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা। বেসরকারিভাবে ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন