ঢাকা,  সোমবার  ১৭ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মেডিকেলে চান্সপ্রাপ্ত সেই ইমার দায়িত্ব নিলেন তারেক রহমান

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মেডিকেলে চান্সপ্রাপ্ত সেই ইমার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছবি সংগৃহীত

এবারের সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মেধাবী শিক্ষার্থী ইমা আক্তার। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পায়, মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত ইমা আক্তারের। পিতার হতদরিদ্র অবস্থা হওয়ায় তার পড়াশুনা চালিয়ে যাওয়া চ্যালেঞ্জের মুখে। 

প্রকাশিত সংবাদের পর ইমার ভর্তি ও শিক্ষা সামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম তারেক রহমানের পক্ষ থেকে ভর্তি খরচ ও শিক্ষা সামগ্রী কেনার জন্য নগদ অর্থ ইমা আক্তারের হাতে তুলে দেন। এ সময় ইমা আক্তার ও তার পিতা তারেক রহমানকে ধন্যবাদ জানান ও তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল পলাশ উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন