ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কোহলি-বাটলারের পাল্টাপাল্টি সেঞ্চুরির পর রাজস্থানের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ৭ এপ্রিল ২০২৪

কোহলি-বাটলারের পাল্টাপাল্টি সেঞ্চুরির পর রাজস্থানের জয়

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮৪ রানের লক্ষ্য পাড়ি দিতে শেষ ওভারে রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল মাত্র ১ রান। আর সেঞ্চুরি পেতে ৬ রান প্রয়োজন ছিল জস বাটলারের। ক্যামেরন গ্রিনের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা মেরে রাজস্থানের জয়ের সঙ্গে নিজের সেঞ্চুরি পূরণ করেন বাটলার। ফলে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি রাজস্থান। কোনো রান না করেই ফিরে যান ওপেনার ইয়াসভি জায়সাওয়াল। দ্বিতীয় উইকেটে বাটলার ও অধিনায়ক সাঞ্জু স্যামসন মিলে যোগ করেন ১৪৮ রান। মূলত এই জুটিতে ভর করেই বড় জয়ের স্বপ্ন দেখে রাজস্থান। স্যামসন ৪৩ বলে ৬৯ রান করে ফিরে যান। এরপর দ্রুত রায়ান পরাগ (৪) ও ধ্রুব জুরেল (২) ফিরে গেলে চাপে পড়ে রাজস্থান। অবশ্য ঝড়ো ব্যাটিং করে সেই চাপ জয় করেন বাটলার। শিমরন হেটমায়ারকে নিয়ে রাজস্থানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। বাটলার ৪টি ছক্কা ও ৯টি চারে ১০০ রানে অপরাজিত থাকেন। ৬ বলে ১১ রান নিয়ে মাঠ ছাড়েন হেটমায়ার।

এর আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন কোহলি। ৪ ছক্কা ও ১২ চারে ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। তার এমন ইনিংসের পরও কিছুটা আক্ষেপ করতেই পারে বেঙ্গালুরু। স্কোরবোর্ডে আর কিছু রান তুললে লড়াই জমানোর সুযোগ ছিল দলটি। বিশেষ করে কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হতেই পারে। ৬৭ বলে সেঞ্চুরি তুলেছেন কোহলি। আইপিএলের ইতিহাসে এটিই যৌথভাবে মন্থর সেঞ্চুরি। অবশ্য এই সেঞ্চুরিতে এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন কোহলি।

৫ ম্যাচে তার রান ৩১৬। কোহলির হাত ধরেই এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি দেখল। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোহলির এটি অষ্টম সেঞ্চুরি। আইপিএলে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারো। কোহলির আগে ২০০৯ সালে ৬৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মানিষ পান্ডে। বেঙ্গালুরুর সংগ্রহ ১৮০ পার করতে বড় ভূমিকা রেখেছেন ফাফ ডু প্লেসি। উদ্বোধনী জুটিতে কোহলিকে নিয়ে তিনি গড়েছিলেন ১২৫ রানের জুটি। ডু প্লেসি ৩৩ বলে ৪৪ রান করে আউট হয়েছেন। এরপর দ্রুতই ফিরে যান গ্ল্যান ম্যাক্সওয়েল ও সৌরভ চৌহান।

দুজনেই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে ইনিংস শেষ করে আসেন কোহলি। গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫ রান করে। রাজস্থানের হয়ে দুটি উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল। একটি উইকেট নিয়েছেন নাদ্রে বার্গার।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক দশকের রেকর্ডভাঙ্গা গরমে নাভিশ্বাস চুয়াডাঙ্গায়। মানুষজনকে ঘরে থাকতে মাইকিং করছে প্রশাসন।
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২।
কক্সবাজারের ভারুয়াখালীতে র‌্যাব-ডাকাতের গোলাগুলিতে এক কৃষক নিহত।
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪।
রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।