ঢাকা,  রোববার  ১১ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ঢাকায় ফিরছেন পিটার হাস

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ২৭ নভেম্বর ২০২৩

ঢাকায় ফিরছেন পিটার হাস

শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে সস্ত্রীক ঢাকায় ফিরছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের (ফাইট নং: ইউএল-১৮৯) একটি ফাইটে সোমবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করবে। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা রয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফাইটে পিটার হাস ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন তিনি।

পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন