ঢাকা,  রোববার  ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।

সাক্ষাতে দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠতা ও পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. হোসেন, প্রফেসর মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের জনগণের জন্য সমবেদনা ও সহায়তার প্রস্তাব দেন। এছাড়া, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রফেসর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং নিজেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন