ঢাকা,  শনিবার  ১৩ সেপ্টেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

মো সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ১৯:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ভোলায় নৌবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শহীদ এবং তার স্ত্রী তসলিমাকে আটক করে নৌবাহিনী ও পুলিশ।

অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লাখ ৫৯ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে দম্পতিটি ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক, মোবাইল ফোন ও নগদ অর্থসহ তাদেরকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমন কার্যক্রম আরও জোরদার করা হবে এবং কঠোর টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন