ঢাকা,  মঙ্গলবার  ২৬ আগস্ট ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

একদিনে বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ২৩ আগস্ট ২০২৫

একদিনে বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

কয়েক ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে ৪ জনের মরদেহ। এর মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে।  

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নারীর বয়স আনুমানিক ২৮ ও পুরুষের ৩৫ বছর। 

এছাড়া দুপুরে মীরেরবাগ এলাকা থেকে এক শিশু ও নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।  

আবদুল্লাহ আল মামুন আরও জানান, ৪টি মরদেহের ক্ষেত্রেই ২৪ ঘণ্টার বেশি সময় পেড়িয়ে গেছে। তাদের শনাক্তে আশপাশের থানায় কোনো নিখোঁজের খবর আছে কি না তা যাচাই করা হচ্ছে। 

পাশাপাশি ৩ জনের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় জানার চেষ্টা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন