ঢাকা,  মঙ্গলবার  ২৬ আগস্ট ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নিখোঁজের ৬০ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২৪ আগস্ট ২০২৫

নিখোঁজের ৬০ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের প্রায় আড়াই দিন পর ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী-নুরাইনপাশা খালের পাড় থেকে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ঘর থেকে বের হওয়ার পর থেকে ওই কিশোরীর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগ, অজ্ঞাত পরিচয়ের লোকজন তাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় তারা শুক্রবার থানায় যোগাযোগ করলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছে স্বজনরা।

মৃত কিশোরী উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়াতির মেয়ে। তবে তিনি কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে নানার বাড়িতে বসবাস করছিলেন।

বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ মুহাম্মদ শাকুর জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে কিশোরী ও তার বড় বোন বাসার বাইরে টয়লেটে যান। এসময় বড় বোন ভেতরে গেলে বাইরে অপেক্ষা করতে থাকে ভুক্তভোগী। কিছুক্ষণের মধ্যেই সে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হলেও কোনো সন্ধান মেলেনি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শিগগিরই ঘটনার রহস্য উন্মোচন হবে বলেও জানান তিনি।

তবে পুলিশের সহযোগিতা না করার অভিযোগ অস্বীকার করেন ওসি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন