
ছবি সংগৃহীত
বরিশালে উপজেলা ছাত্রলীগ নেতাকে আটকে রেখে মুক্তিপণের ছয় লাখ টাকা আদায়কালে বিএনপির তিন নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বরিশাল নগরীর চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অপহরণের শিকার মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা শাকিলকে উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন। এ ঘটনায় ভূক্তভোগীর বড় ভাই হাফিজুর রহমান শামিম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তাররা হলেন, বরিশাল নগরীর বাজার রোড এলাকার জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম প্রিন্স, সৈয়দ আরিফুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সুজন ও নয়ন তালুকদারের ছেলে সোলায়মান সুমন। তারা সবাই বরিশাল মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ ইন্সপেক্টর সগির বলেন, শাকিলকে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। ঘটনার সময় গ্রেপ্তারকৃতরা ভূক্তভোগীর স্বজনদের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে আসে। তখন হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে, অপহরণের শিকার শাকিলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভূক্তভোগীর বড় ভাই। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের থানাহাজতে রাখা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।