ঢাকা,  শনিবার  ১০ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীকে বাস থেকে ফেলে ‘হত্যা’, সহপাঠীদের মহাসড়ক অবরোধ

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ১০ মে ২০২৫

আপডেট: ১৭:১৪, ১০ মে ২০২৫

ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীকে বাস থেকে ফেলে ‘হত্যা’, সহপাঠীদের মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি বাস ভাঙচুর করে। এ সময় সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা গাজীপুর মহানগরীর মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় বিক্ষোভ করেন তারা।

রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে জানায়, তাদের সহপাঠী সিয়ামকে ভাড়া নিয়ে বিতর্কের জেরে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তাকওয়া পরিবহনের হেলপার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এবং বাসে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিক্ষোভকারী শিক্ষার্থী ও এলাকাবাসীদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, শিক্ষার্থী সিয়ামকে (১৯) ভাড়া নিয়ে বিতর্কে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে অজ্ঞাত বাসচাপায় তার মৃত্যু হয়।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন