ঢাকা,  শুক্রবার  ৩০ জানুয়ারি ২০২৬

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ধনিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন ও ল্যাপটপ প্রদান

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ২২:৩২, ২৮ জানুয়ারি ২০২৬

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন ও ল্যাপটপ প্রদান

ভোলা সদর উপজেলায় গ্রামীণ এলাকায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোলার ধনিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে ‘কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ’ গঠন বিষয়ে মতবিনিময় সভা ও ল্যাপটপ প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এবং বিকেল ৩টায় ভেলুমিয়া ইউনিয়নের জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় “Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh” কর্মসূচির আওতায় সভাগুলোর আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও গণসাক্ষরতা অভিযান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। ধনিয়া ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং ভেলুমিয়া ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি মো. শাহে আলম।
এসময় বক্তব্য রাখেন জিজেইউএস-এর উপ পরিচালক এডভোকেট গোপাল চন্দ্র শিল,  সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন এবং প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল জবিউল্লাহ। সভাটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর অফিসার মো. কামরুজ্জামান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়নে কমিউনিটির সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, শিক্ষা সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
সভায় ইউনিয়ন ওয়াচ গ্রুপের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় গৃহীত আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে ধনিয়া ইউনিয়নে ২১ সদস্যবিশিষ্ট কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন করা হয়। পাশাপাশি ৪৩ নম্বর তুলাতলি খন্দকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি ডেল ব্র্যান্ডের আধুনিক ল্যাপটপ প্রদান করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন