আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় “যুবশক্তির অংশগ্রহণে শিক্ষার উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা, ও বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ভোলা শহরের জিজেইউএস হলরুমে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ওবায়েদ বিন মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) মো. হুমায়ন কবীর। সভা সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন।
আলোচনায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ শিক্ষানীতিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ কার্যকরভাবে কাজে লাগানো জরুরি।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে বইপড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষাবিদ, শিক্ষার্থী, সাংবাদিক, যুব প্রতিনিধি, এসএমসি সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।









