ঢাকা,  মঙ্গলবার  ১৩ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রোজার আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ভাটা

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ১ মার্চ ২০২৩

রোজার আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ভাটা

ফাইল ছবি

প্রতিবছর দেশে রোজার আগে ব্যাংকগুলোতে প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠালেও এবার দেখা গেছে তার ভিন্ন চিত্র। চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও ফেব্রুয়ারি মাসে ফের কমেছে। জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। তবে ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

বুধবার (১ মার্চ) রেমিট্যান্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ১৪৯ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার।  সে হিসাবে গেল বছরের ফেব্রুয়ারি থেকে এবছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসা বেড়েছে।   

 

২০২০-২০২১ অর্থবছরে কডিভ-১৯ সৃষ্ট বৈশ্বিক দুর্যোগের মধ্যে প্রবাসীরা রেকর্ড ২ হাজার ৪৭৭ কোটি বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। এরপর থেকে দেশের রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়ে। ২০২১-২০২১ অর্থবছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠান ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। এক্ষেত্রে রেমিট্যান্স প্রবাহ কমে ১৭ দশমিক ৮১ শতাংশ। 

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের শুরুর দিকে রেমিট্যন্স প্রবাহ কিছুটা বাড়লেও পরে সেটি ঝিমিয়ে পড়ে। তবে জানুয়ারিতে এসে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি এসেছে। তবে রোজার আগের মাসে হিসাবে তুলনামূলক ভাবে রেমিট্যান্স কম এসেছে। 

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, চলতি মাসে দেশে রেমিট্যান্স আসা বাড়বে। কারণ দেশে রোজা উপলক্ষ্যে প্রবাসীরা স্বজনদের কাছে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠায়। 

ফেব্রুয়ারিতে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার। এর মধ্যে  অগ্রণী ব্যাংকেই এসেছে ১৪ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মধ্যে ৩ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

দেশের প্রাইভেট ব্যাংকগুলোতে প্রবাসীরা পাঠিয়েছেন ১২৪ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার। এর মধ্যে বরাবরের মতো শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তাদের কাছে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েরেছ ৩২ কোটি ৩১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার এবং তৃতীয় সর্বোচ্চ সোশ্যাল ইসলামী ব্যাংকে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৫ লাখ ৯০ হাজার ডলার। 

বিদেশী ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে ৬১ লাখ ৮০ হাজার ডলার। এসব চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে স্ট্যাডার্ড চার্টার্ড ব্যাংকে। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন