ঢাকা,  বুধবার  ৩০ জুলাই ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ২১ জুলাই ২০২৫

মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে

ছবি সংগৃহীত

ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আজ (সোমবার, ২১ জুলাই) বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, ‘আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন