ঢাকা,  রোববার  ১৩ অক্টোবর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নিত্যপণ্যের দাম বাড়াতে একটি চক্র উঠেপড়ে লাগে ঃ বাণিজ্যমন্ত্রী

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ৯ নভেম্বর ২০২৩

নিত্যপণ্যের দাম বাড়াতে একটি চক্র উঠেপড়ে লাগে ঃ বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের সংকট দেখা দিলে একটি চক্র দাম বাড়াতে উঠেপড়ে লাগে বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, ‘তারা (চক্র) পণ্য স্টক করে দাম বাড়িয়ে দেয়।’

বৃহস্পতিবার দেশব্যাপী ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর মালিবাগে পিডব্লিউবি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিপু মুনশি আশা করেন, টিসিবির ফ্যামিলি কার্ড এখন স্মার্ট কার্ডে রূপান্তর হওয়ায় অসঙ্গতিগুলো দূর হবে।

পেঁয়াজ আমদানির কারণ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ আমাদের দেশে কম আছে। তাই আমদানি করতে হয়। ৯০ ভাগ আমদানি করি ভারত থেকে। কেজি প্রতি নব্বই টাকা দরে। তারপর ভ্যাট ট্যাক্স যাবতীয় খরচ মিলে ১১০ টাকা পড়ে কেজিতে।’

‘ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে আমাদের দেশি পেঁয়াজটা আসবে। তখন দামটা কমে যাবে। বাজারে কোনো পণ্যের সংকট দেখা দিলে ঠিক তখনই একটা চক্র দাম বাড়াতে উঠেপড়ে লাগে। তারা পণ্য তাদের স্টকে রেখে দামটা বাড়িয়ে দেয়।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অদম্য প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। যুদ্ধ, করোনাসহ নানা কারণে পণ্যের দাম বৃদ্ধি হয়েছে। ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করেই টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান। এসময় অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন