ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ সেপ্টেম্বর ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মায়ের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে মায়ের এইচএসসি পাস

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

মায়ের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে মায়ের এইচএসসি পাস

ছবি সংগৃহীত

ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষায় বসেছিলেন মানেক পুতি চাকমা। পাসও করেছেন দুজন। মানেক পুতি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২ নম্বর চেংগী ইউপির রত্নসেনপাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী। তাদের ফলাফলে এলাকাজুড়ে বইছে খুশির জোয়ার।

মানেক পুতি দীঘিনালা কলেজের উম্মুক্ত থেকে জিপিএ ৩.৬৭ আর ছেলে সুমেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে পাস করেছেন।

সুমেন জানায়, মায়ের লেখাপড়ার আগ্রহ তাকে দ্বিগুণ উৎসাহিত করে। মা সামনে ডিগ্রি অর্জন করবে এটাই তার প্রত্যাশা।

এদিকে পানছড়ি ইসলামপুর এলাকায় একসঙ্গে পাস করেছেন মা ও মেয়ে। মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের উম্মুক্ত থেকে জিপিএ ৩.৮৯ আর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ ৪ পেয়ে পাস করেছেন। 

রাবিয়া আক্তার ৩ নম্বর পানছড়ি ইউপির ইসলামপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। পাড়া কেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি টিউশনি নিয়ে ব্যস্ত থাকা রাবিয়া ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি গ্রহণের ব্যাপারে আশাবাদী বলে জানান। মেয়ের ফলাফলেও খুশি মা-বাবা।

মা-ছেলে ও মা-মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন