ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মায়ের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে মায়ের এইচএসসি পাস

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

মায়ের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে মায়ের এইচএসসি পাস

ছবি সংগৃহীত

ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষায় বসেছিলেন মানেক পুতি চাকমা। পাসও করেছেন দুজন। মানেক পুতি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২ নম্বর চেংগী ইউপির রত্নসেনপাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী। তাদের ফলাফলে এলাকাজুড়ে বইছে খুশির জোয়ার।

মানেক পুতি দীঘিনালা কলেজের উম্মুক্ত থেকে জিপিএ ৩.৬৭ আর ছেলে সুমেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে পাস করেছেন।

সুমেন জানায়, মায়ের লেখাপড়ার আগ্রহ তাকে দ্বিগুণ উৎসাহিত করে। মা সামনে ডিগ্রি অর্জন করবে এটাই তার প্রত্যাশা।

এদিকে পানছড়ি ইসলামপুর এলাকায় একসঙ্গে পাস করেছেন মা ও মেয়ে। মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের উম্মুক্ত থেকে জিপিএ ৩.৮৯ আর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ ৪ পেয়ে পাস করেছেন। 

রাবিয়া আক্তার ৩ নম্বর পানছড়ি ইউপির ইসলামপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। পাড়া কেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি টিউশনি নিয়ে ব্যস্ত থাকা রাবিয়া ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি গ্রহণের ব্যাপারে আশাবাদী বলে জানান। মেয়ের ফলাফলেও খুশি মা-বাবা।

মা-ছেলে ও মা-মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
খোলাবাজারে সয়াবিন তেল প্রতি লিটার ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা ও সুপার পামওয়েল ১৩৫ টাকা নির্ধারণ। বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬৭ টাকা। পাঁচ লিটারের দাম বাড়িয়ে ৮১৮ টাকা করা হয়েছে।
তীব্র গরমে অতিষ্ট জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০.৮ ডিগ্রী সেলসিয়াস।
বান্দরবানে যৌথ অভিযানে আটক কেএনএফ’র ৫৭ জনকে আদালতে উপস্থাপন। ৫২ জন দুই দিনের রিমান্ডে।
ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে মিত্রদের সাথে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে আর্সেনালকে পরাজিত করে শেষ চারে বায়ার্ন মিউনিখ।