ঢাকা,  শুক্রবার  ০২ জুন ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সংসারে ভাঙনের সুর আনুশকা-বিরাটের সংসারে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২৫ মার্চ ২০২৩

সংসারে ভাঙনের সুর আনুশকা-বিরাটের সংসারে

ছবি সংগৃহীত

বিরাট কোহলি ও অনুশকা শর্মার সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই। এবার শোনা গেল বিপরীত খবর। গুঞ্জন উঠেছে, আনুশকা-বিরাটের ঘরে নাকি বেজে উঠেছে ভাঙনের সুর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।

সম্প্রতি এক অনুষ্ঠানে একা দেখা যায় বলিউড অভিনেত্রী অনুশকা শর্মাকে। অনুষ্ঠানে লাল গালিচায় পা দিতেই তার ছবি তোলার জন্য উদ্‌গ্রীব হয়ে ওঠেন সংবাদকর্মীরা। তবে সেই লাল গালিচায় ঘটল অদ্ভুত ঘটনা। অনুশকা ক্যামেরার সামনে আসতেই ‘মিসেস কোহলি’ বলে চিৎকার শুরু করে তারা। এতেই অভিনেত্রীর মেজাজি উত্তর, কেন?
 
আনুশকার এমন উত্তরে সবাই খুঁজছিলেন তার রেগে যাওয়ার কারণ। তবে কি বিরাটের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে তার? বেজে উঠেছে কি ভাঙনের ডামাডোল? তবে তাদের এ ধারণা পরক্ষণেই মিথ্যা প্রমাণিত হয়।

কারণ ‘মিসেস কোহলি’ বলে যখন সংবাদকর্মীরা ডাকছিলেন তখন আলোকচিত্রীদের চেঁচামেচির কারণে বিরক্ত হন অভিনেত্রী। একাধিক বার তাদের শান্ত হতে বললেও অভিনেত্রীর কথায় পাত্তা দেয়নি কেউ। শেষে অনুশকা তাদের বলেন, ‘আমি কানে শুনতে পাচ্ছি না। আস্তে!’’ এই কথায় পরিষ্কার হয় ‘মিসেস কোহলি’ বলে সম্বোধন করার জন্য রেগে যাননি তিনি। চেঁচামেচিতে বিরক্ত হয়েছিলেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে পেশ। মূল্যস্ফিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ।
প্রস্তাবিত বাজেট গরীব বান্ধব-দাবী অর্থমন্ত্রীর। সর্বোচ্চ অগ্রাধিকার সামাজিক সুরক্ষা খাতে। বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য ও শিক্ষায়।
করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ টাকা, নারীর ৪ লাখ।
বাজেটে দাম বাড়বে- বিলাসবহুল গাড়ী,এলপি সিলিন্ডার,সিমেন্ট,মোবাইল,কলম,টিস্যু,বিড়ি সিগারেট ও শৌখিন দ্রব্যের। দাম কমবে -খাদ্যপণ্য, এলইডি বাল্ব, মিষ্টি ও কৃষি যন্ত্রাংশের।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৫ টাকা থেকে ১৬১ টাকা কমিয়ে এক হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
সহযোগীসহ ৪০ মামলার আসামি ‘মোশা বাহিনী’র প্রধান গ্রেফতার।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত।
বান্দরবানের রুমায় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের সদর দপ্তরসহ প্রশিক্ষণ ক্যাম্প দখল করেছে সেনাবাহিনী। মাইন বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত। সেনা প্রধানের শোক।
কানাডার নোভা স্কোটিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।
এএস রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তমবার ইউরোপা কাপ জয়ের রেকর্ড গড়লো সেভিয়া।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।