ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

আজ আবারও ভূকম্পন হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

আজ আবারও ভূকম্পন হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে

ফাইল ছবি

এবার বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতের আসামে ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৫৭ মিনিটে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশে এই ভূকম্পন হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, সকাল ৬টা ৫৭  মিনিটে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রহ্মপুত্র নদের বুকে আসামের দক্ষিণ সালমারা মানকাচর এলাকায়। এটি ৩.৭ মাত্রার ভূকম্পন ছিল। ভূমিকম্পটি মাটির ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ওয়েবসাইটের তথ্যমতে এই ভূমিকম্পটির কেন্দ্র বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শহর থেকে ৫২ কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে ২৫৪ কিলোমিটার দূরে ছিল। 

এর আগে গত রবিবার সকাল ১০টা ১৯ মিনিটে আসামের কাছেই শেরপুর সীমান্তের ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে ৪.০ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। তার আগে শনিবার বিকেলে দুইট ভূমিকম্প হয় কক্সবাজার নিকটবর্তী মিয়ানমার সীমান্তে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আরও ৭০ জন বিজিপি সদস্য বাংলাদেশ আশ্রয় নিয়েছে।
ভারী বৃষ্টিপাতে সংযুক্ত আরব আমিরাতের প্রধান মহাসড়কগুলো প্লাবিত। প্রচণ্ড বাতাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলেও ব্যাহত।
ভারতের ছত্তিশগড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত।
বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হলেন পাকিস্তানের মুশতাক আহমেদ। চুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
আইপিএলে জস বাটলারের সেঞ্চুরিতে কোলকাতাকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান।