ঢাকা,  শুক্রবার  ২৮ নভেম্বর ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, রিপোর্টার

প্রকাশিত: ২২:০৩, ২৬ নভেম্বর ২০২৫

ভোলার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

ভোলার প্রবীণ সাংবাদকি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে মহাজনপট্টি বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার দুপুর ৩টায় ঢাকার পিজি হাসপাতাল চিকিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...... রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৬৭ সাল দৈনিক পূর্বদেশ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে প্রবেশ করেছিলেন। তার পর থেকে দীর্ঘ প্রায় ছয় দশক সাংবাদিকতার জগতে বিচরণ করেছে গুণী এই সাংবাদিক।
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হাবিবুর রহমান ভোলা থেকে দৈনিক বাংলার কণ্ঠ নামের একটি পত্রিকা প্রকাশ করেছেন। পত্রিকাটি একটানা দীর্ঘ ৩০ বছর ধরে সুনামের সাথে প্রকাশিত হয়ে আসছে।

বীর মুক্তিযাদ্ধা এম. হাবিবুর রহমান দীর্ঘকাল বাংলাদশ বেতারের সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ২০২২ সাল তিনি ৭০ এর জলোচ্ছ্বাস ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধকালীন রিপোার্টিং এর জন্য বসুন্ধারা মিডিয়া অ্যাওয়ার্ড পান। এর আগে ১৯৮৫ সালে ঢাকাগামী এমভি সামিয়া লঞ্চ ডুবির নিউজ তৎকালীন খুলনা বেতারে ভোরের সংবাদে সর্ব প্রথম প্রকাশিত হওয়ায় তিনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে পাকহানাদর টর্চার সেলের সচিত্র প্রতিবদন প্রকাশ করেন। মত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতা করে গেছেন।
তার মৃত্যুতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন