ঢাকা,  শুক্রবার  ০৪ জুলাই ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কোহিনূর হিরা ফেরত চেয়ে টুইটারে ঝড় ভারতীয়দের

নিউজজার্নাল২৪ ডেক্স

প্রকাশিত: ১০:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২২

কোহিনূর হিরা ফেরত চেয়ে টুইটারে ঝড় ভারতীয়দের

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণা করার পর পরই তার মুকুটে খচিত কোহিনূর হীরা ফিরে পেতে টুইটারে ঝড় তুলেছেন ভারতীয়রা।

টুইটবার্তায় ভারতীয়রা দাবি করছেন, কোহিনূরের উৎপত্তিস্থল ভারত। ঔপনিবেশিক শক্তি ব্রিটেনকে বিশ্বের অন্যতম বৃহত্তম এই হীরাটি ফিরিয়ে দিতে হবে উৎস দেশকে।

রানির মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তা প্রকাশের পর এই দাবি আরও জোরালো হয়। মোদির শোকবার্তার নিচে অনেক ভারতীয় অমূল্য এই হীরাটি চেয়ে দাবি তুলেছেন।

যুক্তরাজ্যের অন্যতম সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১০৫ ক্যারেট মানের মহামূল্যবান রতœ কোহিনূর শব্দের অর্থ ‘আলোর ঝর্ণাধারা’। কোহিনূর খচিত রানির মায়ের মুকুটটি রাখা হয়েছে টাওয়ার অফ লন্ডনে।

এই হীরার মালিকানা নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক এবং আইনি বিতর্ক রয়েছে। শুধু ভারত নয়, পাকিস্তানও এর মালিকানা দাবি করেছে।

ভারতীয়দের দাবি, এটি চৌদ্দ শতকের দিকে ভারতের পাওয়া গিয়েছিল। ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে এটি চুরি হয়ে যায়। এই রতœটি প্রকৃতপে বিভিন্ন শাসকের হাতবদলে সর্বশেষ ব্রিটিশ রাজকীয় রতœভান্ডারে স্থান পায়।

এর আগে রাজপুট, মোগল রাজা, ইরানি যোদ্ধা, আফগানিস্তানের শাসক ও পাঞ্জাবি মহারাজার হাতবদলে ব্রিটেনের কবজায় চলে যায়।

যুক্তরাজ্যের প্রাসাদ জানিয়েছে, দণি ভারতের গলকন্ডা খনিতে পাওয়া যায় এটি। ১৮৪৯ সালে এটি ব্রিটিশ রাজপরিবারের অধীনে আসে। প্লাটিনামের ফ্রেমে ২ হাজার ৮০০টি হীরা দিয়ে এই মুকুট তৈরি করা হয়েছে।


মুকুটটি রানি এলিজাবেথের জন্য ১৯৩৭ সালে তৈরি করা হয়। সেই বছর ১২ মে তার স্বামী রাজা চতুর্থ জর্জের অভিষেক অনুষ্ঠানে এটি পরেন তিনি।

রানি এলিজাবেথের মৃত্যুর পর এই মুকুট পরেন সদ্য প্রয়াত তার মেয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫৩ সালের ২ জুন রানি হিসেবে অভিষেক অনুষ্ঠানে এই মুকুটটি পরেন তিনি।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত অনেকে এই হীরাটি ভারতকে ফিরিয়ে দেয়ার আহŸান জানিয়েছেন। তারা বলেন, দ্বিতীয় রানি এলিজাবেথের অধ্যায়ের অবসানের মধ্য দিয়ে ব্রিটিশ রাজপরিবারের উচিত হবে কোহিনূরের মূল মালিক নয়াদিলি­কে ফিরিয়ে দেয়া।

টুইটবার্তায় অনুশ্রী বলেন, ‘কোহিনূরের যাত্রা: ভারত থেকে যুক্তরাজ্যে। এটিকে নিজ দেশে ফিরিয়ে আনতে হবে। এটি ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিকতার সময়কালে যেসব নিপীড়ন, নিষ্পেষণ, লুট, বর্ণবাদ, দাসত্ব হয়েছে তার দায় থেকে কিছুটা দায়মুক্ত হতে পারে রাজপরিবার।’

বিবেক সিংহ তার টুইটবার্তায় বলেন, ‘রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন আজ। আমরা কী এখন আমাদের কোহিনূর হীরা ফিরে পেতে পারি। তারা অন্যদের সম্পদ লুট করে প্রাসাদ গড়েছেন।’

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন