ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

জন্ম দিলেন ৫০০’র বেশি সন্তান! থামার নির্দেশ আদালতের

নিউজজার্নাল২৪.ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ১ মে ২০২৩

জন্ম দিলেন ৫০০’র বেশি সন্তান! থামার নির্দেশ আদালতের

বয়স ৪১ বছর। তার নেশা সন্তান জন্ম দেয়া। একটি-দুটি নয়, এই বয়সেই তিনি হয়েছেন পাঁচ শতাধিক সন্তানের বাবা। শুক্রাণু দানের মাধ্যমে এত সন্তানের জন্মদাতা হয়েছেন তিনি। অবিশ্বাস্য এ ঘটনা ঘটিয়েছেন নেদারল্যান্ডসের জোনাথন নামের এক ব্যক্তি। একের পর এক সন্তানের জন্ম দিয়ে চলা এই ব্যক্তিকে এবার থামার নির্দেশ দিয়েছে আদালত।

স¤প্রতি জোনাথনের এক সন্তানের মা তার শুক্রাণু দান বন্ধ করতে আদালতে আবেদন করেন। শুক্রবার আদালত অজাচার রোধে জোনাথনের শুক্রাণু দানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ওই ব্যক্তি আর কোনো হাসপাতালে শুক্রাণু দান করতে পারবেন না। নির্দেশ অমান্য করলে প্রতিবার তাকে ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা দিতে হবে। দেশে ও বিদেশে শুক্রাণু দিতেন জোনাথন।

জোনাথন এম নামক ওই শুক্রাণুদাতাকে ২০১৭ সালেই ডাচ সোসাইটি অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি এই বিষয় সতর্ক করেছিল। সেই সময় সে ১০২ জন সন্তানের বাবা হয়েছিলেন। কিন্তু সতর্কবার্তা পেয়েও ‘মহৎ কাজ’ চালিয়ে যান তিনি।

শুক্রাণুদানের মাধ্যমে সন্তানধারণে অপারগ দম্পতিদের সাহায্য করে এমন আরও একটি সংস্থা ‘ডোনারকাইন্ড’-এর চেয়ারম্যান সংবাদমাধ্যমকে বলেন, ‘এই সপ্তাহে আমরা ৩০ জনেরও বেশি মায়ের ফোন পেয়েছি। তারা সকলেই উদ্বিগ্ন হয়ে জানতে চেয়েছেন, তাদেরকেও জোনাথনের শুক্রাণু দিয়েছি কি না। বিভিন্ন দেশের মহিলা ফোন করে এমন প্রশ্নই করে যাচ্ছেন আমাদের কাছে।’

নেদারল্যান্ডসের স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা সর্বোচ্চ ২৫ জন সন্তানের বাবা হতে পারেন। তবে এর বেশি করলেও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। তবে এই কাজের ফলে সন্তানের বিকলাঙ্গ হওয়ার এবং মানসিক ভারসাম্যহীন হয়ে জন্ম নেওয়ার প্রবণতা বাড়ছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন