ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া

নিউজজার্নাল২৪.ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ৩০ মে ২০২৩

কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া

চলতি মাসেই ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর এই নিয়ে ১৫ বার জোরালো হামলা চালালো রাশিয়া৷ সোমবার ভোরে বিশাল সংখ্যায় ড্রোন ও ক্রুজ মিসাইল নিপে করা হয়েছে৷ ইউক্রেনের সেনাবাহিনী ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছে৷ এদিকে হামলায় ৩৬টি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছে৷

কিয়েভ শহরের কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, হামলায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ শহরের মেয়র টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় ‘কিয়েভে আরও এক কঠিন রাত’-এর উলে­খ করেন৷

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শত্রুপক্ষ শহরের বেসামরিক জনগণকে গভীর মনস্তাত্বিক উত্তেজনায় রাখতে এমন হামলা চালিয়ে যাচ্ছে৷ রাশিয়া অবশ্য এমন হামলা সম্পর্কে কোনো মন্তব্য করছে না৷ রোববার ভোররাতে কমপক্ষে ৫৪টি হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের বিমানবাহিনী মনে করছে, যার মধ্যে ৫২টি ধ্বংস করা সম্ভব হয়েছে৷

রাশিয়া-অধিকৃত জমি ফেরত পেতে ইউক্রেনের সেনাবাহিনী যে কোনো দিন বহু প্রতিক্ষিত পালটা অভিযান শুরু করবে বলে অনুমান করা হচ্ছে৷ তার আগে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু যতটা সম্ভব অকেজো করে দিতে রাশিয়া হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে কিছু সামরিক বিশেষজ্ঞ মনে করছেন৷ তাছাড়া ইউক্রেন প্রকাশ্যে দায় স্বীকার না করলেও স¤প্রতি রাশিয়ার ভূখণ্ডে একাধিক হামলার জন্য মস্কো কিয়েভ-কে দোষ দিচ্ছে৷ সেই হামলার প্রতিশোধ হিসেবে সম্ভবত কিয়েভের উপর আকাশপথে হামলা বাড়ানো হচ্ছে৷

ইউক্রেনের প্রেসি়ডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রোববার যুদ্ধে রাশিয়ার পরাজয় এবং সে দেশের নেতৃত্বের পতনের পূর্বাভাস দিয়েছেন৷ দৈনিক ভিডিও বার্তায় তিনি কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অংশে মস্কোর স্বৈরাচারের অবসান ঘটবে বলে দাবি করেন৷ নিজের ঘরের বদলে প্রেসিডেন্টের দফতরের সামনে খোলা আকাশের নীচে তিনি সন্ধ্যার আলোর নীচে সেই ভিডিও রেকর্ড করেন৷

জেলেনস্কি বলেন, ইরানে তৈরি শাহিদ ড্রোনের মতো অস্ত্র রাশিয়ার শাসকদের বাঁচাতে পারবে না৷ জীবন ও সংস্কৃতির প্রতি রাশিয়ার ঘৃণা সে দেশর পতন ঘটাবে বলে তিনি মন্তব্য করেন৷ এর আগে তিনি ইরানের উপর আগামী ৫০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করার প্রক্রিয়া শুরু করেন৷ ইউক্রেনের সংসদের চূড়ান্ত অনুমোদন পেলে সেই প্রস্তাব আইনে পরিণত হবে৷ রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা উলে­খযোগ্য হারে বেড়ে যাবার পর ইউক্রেন এমন সিদ্ধান্ত নিচ্ছে৷

ব্রিটেনের গুপ্তচর সংস্থার সূত্র অনুযায়ী ইউক্রেন যুদ্ধের স্বার্থে রুশ নাগরিকদের উপর আরও আত্মত্যাগ করার জন্য চাপ বাড়ানো হচ্ছে৷ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও ব্যবসায়ীক গোষ্ঠীগুলি রাশিয়ার অর্থনীতি মন্ত্রণালয়ের উদ্দেশ্যে শ্রমিকদের সপ্তাহে পাঁচ দিনের বদলে ছয় দিন কাজ করার নিয়ম চালু করার আবেদন জানিয়েছে৷ সম্ভবত বাড়তি মজুরি ছাড়াই যুদ্ধের অর্থনৈতিক দাবি মানতে অদূর ভবিষ্যতে এমন পদক্ষেপ কার্যকর করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, ডিপিএ

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৬ দিনের সরকারি সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা।
খরতাপ, অসহ্য গরম থেকে বাঁচতে জেলায় জেলায় ইসতিসকার নামাজ। বৃষ্টির জন্য কাঁদছেন, লাখো মানুষ।
আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম। গরম আরও বাড়বে- বার্তা আবহাওয়া অধিদপ্তরের।
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগের ফলে মামলার জট কমবে- অ্যাটর্নি জেনারেল।
অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের আড়াই’শ কোটি কর্মজীবি মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে উড়ে আসা সাহারা মরুভূমির ধুলিঝড়ে ঢেকে কমলা রংয়ে রূপ নিয়েছে গ্রিসের আকাশ। চব্বিশ ঘন্টায় ২৫টি দাবানল।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।