ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ধসে পড়া টানেল থেকে ১৭ দিন পর শ্রমিকদের উদ্ধার

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ২৯ নভেম্বর ২০২৩

ধসে পড়া টানেল থেকে ১৭ দিন পর শ্রমিকদের উদ্ধার

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ধসে পড়া একটি টানেলের ভেতর থেকে ১৭ দিন পর ৪১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সম হয়েছে উদ্ধারকর্মীরা।

গতকাল (২৮ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের পর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছেন উদ্ধারকারী বাহিনী।

মঙ্গলবার থেকে যন্ত্রের পরিবর্তে ‘ম্যানুয়াল ড্রিলিং’ শুরু হয়। ২৪ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ‘র‌্যাট হোল মাইনিং’ নামে পরিচিত এই প্রক্রিয়াটি শুরু করেন। তারা আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য একটি অপ্রশস্ত পথ তৈরি করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

গত ১২ নভেম্বর উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার একটি জাতীয় মহাসড়কে নির্মাণাধীন এই সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে। সুড়ঙ্গটির উচ্চতা সাড়ে আট মিটার এবং এটি প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ। প্রায় ১৭ দিন ধরে সেখানে ৪১ জন শ্রমিক আটকা ছিল।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন