ঢাকা,  শনিবার  ২৫ মার্চ ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পক্ষাঘাতগ্রস্ত হয়ে ৩০ বছর ইসলামের দাওয়াত, সৌদি দাঈর ইন্তেকাল

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৮ জানুয়ারি ২০২৩

পক্ষাঘাতগ্রস্ত হয়ে ৩০ বছর ইসলামের দাওয়াত, সৌদি দাঈর ইন্তেকাল

ছবি সংগৃহীত

সৌদি আরবের বিশিষ্ট ইসলামী দাঈ শায়খ আবদুল্লাহ বিন ওমর বানামাহ ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাতে তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী ও মুসল্লিরা অংশ নেন। এরপর জান্নাতুল বাকিতে তাঁকে দাফন করা হয়। 

শায়খ আবদুল্লাহ বানামাহ সৌদি আরবের বিভিন্ন মসজিদ ও প্রগ্রামে ইসলাম বিষয়ক আলোচনা করতেন। ৩০ বছর আগে দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়েও সব প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে ধৈর্য ও অবিচলতার প্রতীক ছিলেন তিনি। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় আলোচনার মাধ্যমে জায়গা করে নেন সবার মনে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়খ আবদুল্লাহর মৃত্যু-পূর্ব উপদেশ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। তরুণদের উপদেশ দিয়ে ভিডিওতে তিনি সবাইকে নামাজ আদায়, বাবা-মায়ের আনুগত্য ও আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে তাওবার মাধ্যমে পাপমুক্ত জীবন গড়ার আহ্বান জানান। তা ছাড়া আল্লাহর কাছে রমজান পর্যন্ত তাঁর জীবন দীর্ঘ হওয়ার দোয়াও করেন। 

শায়খ আবদুল্লাহ বিন ওমর বানামাহ ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই কারাতে ও কুংফুর প্রতি বিশেষ অনুরাগ ছিল তাঁর।   ১৯৯৩ সালে একদিন উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তিনি গুরুতর আহত হন। সাঁতার কাটতে পুলে লাফ দেওয়ার সময় তার মাথায় আঘাত লেগে ঘাড় ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর তার পুরো শরীর অবশ হয়ে যায়। এই দুর্ঘটনার পর থেকে পুরো জীবন তিনি মানুষের মধ্যে ইসলাম প্রচারে কাজ করে যান। 

জীবনের গল্প বলতে গিয়ে বানামাহ সৌদি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ৩০ বছর আগে একদিন বাবার সামনে তার পকেট থেকে সিগারেটের লাইটার পড়ে যায়। তার বাবা লাইটার সম্পর্কে জানতে চাইলে সে বলেছিল, এটা তার বন্ধুর। তখন তার বাবা বলেছিল, তোমার বন্ধু সিগারেট খায় আর তোমার কাছে লাইটার! বরং তুমি মিথ্যা বলছ। তখন বানামাহ মিথ্যা শপথ করে বলে যে সে সত্য বলছে; সে ধূমপান করে না। এ কথা শুনে তার বাবা বলেছিল, তুমি মিথ্যা শপথ করলে আল্লাহ যেন তোমার ঘাড় ভেঙে দেন। এরপর একদিন বানামাহ স্কুল থেকে পালিয়ে বন্ধুদের নিয়ে সাঁতার কাটতে জেদ্দার একটি পার্কে যান। সেখানকার পুলে লাফ দিলে তার ঘাড় ভেঙে রক্তক্ষরণ ঘটে এবং তার পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 

সূত্র : আলজাজিরা ও আল-আরাবিয়াহ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে ব্যাপক গণহত্যা চালায়। আজও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি।
পুলিশ কর্মকর্তা খুনের মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি।
খুলনার শিরোমনিতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যা।
ফ্রান্সে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে প্যারিস থেকে একদিনে ৪৫৭ জন গ্রেফতার।
ফৌজদারী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় লোকসভার সদস্য পদ হারালেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।