ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়নি

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ২১ মার্চ ২০২৩

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়নি

ছবি সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকেই দেশটিতে শুরু হচ্ছে রোজা। খবর গাল্ফ নিউজের।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) সৌদি আরবের কোন স্থানে রমজানের চাঁদ দেখা যায়নি। 

চন্দ্রবছর ও সৌরবছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর রমজান মাসের সূচনার তারিখ পালটে যায়। কবে চাঁদ দেখা যাবে, তার উপর নির্ভর করে পবিত্র রমজান মাসের শুরু হয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদিআরবের সুপ্রিম কোর্ট চাঁদ না দেখতে পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে দেশটিতে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম রোজা হবে সৌদিতে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন