ঢাকা,  মঙ্গলবার  ২২ অক্টোবর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়লো

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৮ এপ্রিল ২০২৩

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়লো

ফাইল ছবি

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয়ের তথ্যমতে, ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং এক লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধনের কোটা পূরণ হতেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সঙ্গে চুক্তি মতে এবছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন