ঢাকা,  শুক্রবার  ০২ জুন ২০২৩

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মোটরসাইকেলের সম্প্রসারণ ও সড়ক নিরাপত্তা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৫, ১৭ মে ২০২২

মোটরসাইকেলের সম্প্রসারণ ও সড়ক নিরাপত্তা

দিন দিনই বাংলাদেশে বাড়ছে মোটরসাইকেলের চাহিদা ও ব্যবহার। যানজট এবং গণপরিবহনের ভোগান্তি এড়াতে মানুষ ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠছে এই দ্বিচক্র যানটির উপর। ঈদের সময় সড়কের যানজট আর ট্রেনের টিকিটের ভোগান্তি এড়াতে মোটরসাইকেলে যাত্রা করেন অনেকে। এবার অন্তত ২৫ লাখ মোটরসাইকেল যাত্রী পরিবহন করে। এতে ভোগান্তি কমলেও বেড়েছে প্রাণহাণী।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, ঈদের ১৫ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪১৬ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৫জন। যার বেশিরভাগই তরুণ। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে, গত ৭ বছরে প্রায় দুই হাজার মানুষ ঈদ যাত্রায় নিহত হন। তবে এবার মৃত্যু সবচেয়ে বেশি। ছোট যানবাহন নিয়ন্ত্রণে করতে না পারলে, সামনের ঈদগুলোতে প্রাণহাণি আরো বাড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা। রাইড শেয়ারিংয়ের নামে নৈরাজ্য বন্ধেরও পরামর্শ দেন তারা।

এসব বিষয় চিন্তা করেই টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হয় সাউথইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানটি। অনুষ্ঠানের বিষয় ছিল ‘মোটরসাইকেলের সম্প্রসারণ ও সড়ক নিরাপত্তা’। অনুষ্ঠানে অতিথি ছিলেন রানার গ্র“পের রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হক চৌধুরী এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেসিডেন্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। পুরো অনুষ্ঠানে উপরোক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নিয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে পেশ। মূল্যস্ফিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ।
প্রস্তাবিত বাজেট গরীব বান্ধব-দাবী অর্থমন্ত্রীর। সর্বোচ্চ অগ্রাধিকার সামাজিক সুরক্ষা খাতে। বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য ও শিক্ষায়।
করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ টাকা, নারীর ৪ লাখ।
বাজেটে দাম বাড়বে- বিলাসবহুল গাড়ী,এলপি সিলিন্ডার,সিমেন্ট,মোবাইল,কলম,টিস্যু,বিড়ি সিগারেট ও শৌখিন দ্রব্যের। দাম কমবে -খাদ্যপণ্য, এলইডি বাল্ব, মিষ্টি ও কৃষি যন্ত্রাংশের।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৫ টাকা থেকে ১৬১ টাকা কমিয়ে এক হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
সহযোগীসহ ৪০ মামলার আসামি ‘মোশা বাহিনী’র প্রধান গ্রেফতার।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত।
বান্দরবানের রুমায় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের সদর দপ্তরসহ প্রশিক্ষণ ক্যাম্প দখল করেছে সেনাবাহিনী। মাইন বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত। সেনা প্রধানের শোক।
কানাডার নোভা স্কোটিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।
এএস রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তমবার ইউরোপা কাপ জয়ের রেকর্ড গড়লো সেভিয়া।
বিশ্বকাপের পর প্রথমবারের মতো আগামীকাল ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা।