ঢাকা,  মঙ্গলবার  ১৩ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ৬ মার্চ ২০২৩

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর

ছবি সংগৃহীত

গত ২০ ফেব্রুয়ারি ভারত মহাসাগরে সংঘটিত হয়েছিল ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূকম্পন। এ ঘটনার ১২ দিন পর আবারও ভূকম্পন হলো ভারত সাগরে। 

সোমবার (৬ মার্চ) ভোর ৫টা ৭ মিনিটে আন্দামান-নিকোবর দ্বীপ এলাকায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইউএস জি এস জানায়, নিকোবর দ্বীপ এলাকায় ৫.১ মাত্রার একটি ভূকম্পন হয়। এটি সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভারতীয় সময় ভোর ৫টা ৭ মিনিটে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পাবেল সৈকত থেকে ২৭০ কিলোমিটার পশ্চিম/উত্তরপশ্চিমে এই ভূমিকম্প সংঘটিত হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের আবহাওয়া সহকারী ফাহিম হোসাইন  বলেন, বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় একটি ভূকম্পন হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১৮০১ কিলোমিটার দূরে সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, সাধারণত সাগরে ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে। আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। সবশেষ ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত ৯.১ মাত্রার একটি ভূমিকম্প পরবর্তী সুনামি কেড়ে নিয়েছিল এই সাগর উপকূলের ১৪টি দেশের ২ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন