বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো আন্তর্জাতিক ইকো-লেবেল “গ্রীন কি (Green Key)” প্রোগ্রাম, যা টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব আতিথেয়তার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে, আয়োজন করে প্রভা অরোরা, যা গ্রীন কি বাংলাদেশের জাতীয় অপারেটর। সহযোগিতায় ছিল প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA) বাংলাদেশ অধ্যায়।
বিশ্বব্যাপী ৯০টিরও বেশি দেশে ৮,০০০টিরও বেশি প্রতিষ্ঠান ইতোমধ্যে গ্রীন কি সার্টিফিকেট পেয়েছে। এবার বাংলাদেশও যুক্ত হলো সেই বৈশ্বিক টেকসই পর্যটন নেটওয়ার্কে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মণ্ডল, যিনি বলেন,“গ্রীন কি প্রোগ্রাম টেকসই পর্যটনের পথে বাংলাদেশের যাত্রাকে আরও শক্তিশালী করবে।”
সভাপতিত্ব করেন শাহিদ হামিদ, চেয়ারম্যান, PATA ও এক্সিকিউটিভ ডিরেক্টর, ঢাকা রিজেন্সি।
আন্তর্জাতিক অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মি. ফিন বোল্ডিং থমসেন ও ড. সংস্কৃতি মেনন (FEE, India)।
প্রভা অরোরার ব্যবস্থাপনা পরিচালক মি. বিধান চন্দ্র পাল বলেন,“এই উদ্যোগ বাংলাদেশের আতিথেয়তা খাতে একটি দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব রূপান্তরের সূচনা করবে।”
গ্রীন কি প্রোগ্রামটি পরিচালনা করছে বিশ্বের শীর্ষ পরিবেশ শিক্ষা সংস্থা Foundation for Environmental Education (FEE)।
বাংলাদেশে এর বাস্তবায়ন করবে প্রভা অরোরা, যা পর্যটন খাতে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড প্রবর্তনে কাজ করছে।









