
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া চিঠিতে বিএনপি’র প্রতিনিধি দল বা প্রয়োজনে সমমনা দলগুলোর প্রতিনিধি নিয়ে নির্বাচন কমিশনে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়। নির্বাচন কমিশন থেকে একটি চিঠি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি চিঠি এসেছে। তবে চিঠিটি দেখা হয়নি। ইসির আমন্ত্রণে বিএনপি আলোচনায় যাবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, চিঠিতে কী আছে আগে দেখি, তারপর এ বিষয়ে বলা যাবে।