ঢাকা,  বুধবার  ০৮ মে ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৩১ মার্চ ২০২৩

স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্য ও সম্পচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিছু পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে। গণমাধ্যমের স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

  
শুক্রবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়ের মন্ত্রীর বাসভবেন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
সংবাদ সম্মেলনে তথ্য মন্ত্রী বলেন, ব্লুমবার্গ রিপোর্ট প্রকাশ করেছে, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসছেন। ভারতে বিবিসি কার্যালয়ে অভিযান চালালেও বড় দেশ বিধায় বিদেশিরা তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায়নি। আমাদেরও খাটো করার দিন শেষ। 

তিনি বলেন, প্রয়োজনে কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেওয়া হবে ৷

তথ্য ও সম্পচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, বিদেশিদের নিকট প্রতিনিয়িত বিরোধী দল অভিযোগ করে দেশবিরোধী কাজ এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আরও নেতারা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:

দেশে চলমান তাপদাহের কারণে আজ (৪ মে) ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুরসহ ২৫ জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কোরবানীর ঈদের দেড়মাস আগে থেকেই চড়া মসলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে দেড় হাজার টাকা। আদা-রসুনের মূল্যও ঊর্ধ্বমুখী।
পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অভিষেকে উজ্জ্বল তানজিদ, ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।