ঢাকা,  শুক্রবার  ০৯ মে ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিদেশি পর্যবেক্ষক না এলেও নির্বাচন হবে : তথ্যমন্ত্রী

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৩

বিদেশি পর্যবেক্ষক না এলেও নির্বাচন হবে : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কেউ পর্যবেক্ষক দল পাঠাক বা না পাঠাক তাতে কিছু যাবে-আসবে না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে জানমালের ক্ষতির চেষ্টা করলে- এবার আর তা হতে দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। 

তথ্যমন্ত্রী আরও বলেন- কে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসলো, কে আসলো না তাতে কিছু যায় আসে না। পর্যবেক্ষক আসুক বা না আসুক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তিনি জানান, বাজেট স্বল্পতার জন্য ইইউ' ছোট আকারের একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলেছে। তবে কেউ পর্যবেক্ষক দল পাঠাক বা না পাঠাক তাতে কিছু যাবে-আসবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন